বিশ্বকাপে রেফারির পক্ষপাত নিয়ে প্রশ্ন তুলে লিখিত অভিযোগ দিল মরক্কো

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২২, ০৪:২১ এএম

বিশ্বকাপে রেফারির পক্ষপাত নিয়ে প্রশ্ন তুলে লিখিত অভিযোগ দিল মরক্কো

কাতার বিশ্বকাপে রেফারিং নিয়ে অভিযোগ যেন শেষই হচ্ছে না। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরও নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে খোদ ফুটবল দলগুলো সরব এখন। রেফারিদের নানা সিদ্ধান্ত নিয়ে তাঁরা করছেন তুমুল সমালোচনা। বিশেষ করে নকআউট পর্বের ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করছেন ফুটবলাররা। বাদ যায়নি মরক্কোও। সেমিফাইনালের ম্যাচটি নিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। খেলাটি ছিল ফ্রান্সের বিরুদ্ধে।

ক্রোয়েশিয়ার সাথে ১৭ ডিসেম্বর এবারের বিশ্বকাপ আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামার আগে এমন বিস্ফোরক অভিযোগ তুলল মরক্কো। খেলাটি হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

এর আগে বুধবার আল-বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-মরক্কো। ওই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সিজার আর্তুরো রামোস। রামোসের বেশ কিছু সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে গেছে বলে দাবি করেছে রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন (এফআরএমএফ)। তাঁরা এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) মরক্কো-ফ্রান্স ম্যাচের রেফারি সিজার আর্তুরো রামোসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

ফিফার কাছে এফআরএমএফ চিঠিও দিয়েছে, যা আরবিট্রেশনের কাছে ফেরত এসেছে। আরবিট্রেশন বিশেষজ্ঞদের মতে, ওই ম্যাচে মরক্কোকে নিশ্চিত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়েও আমরা অবাক! এমন পরিস্থিতিতে ভিএআর কাজই করছিল না।’ 

এবারের বিশ্বকাপে মরক্কো ইতিহাস সৃষ্টি করেছে। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে মরক্কো। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মরক্কো। এরপর বেলজিয়ামকে ২-০ গোলে এবং কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায় ‘অ্যাটলাস সিংহরা’। শেষ ষোলোতে টাইব্রেকারে স্পেন এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলে মরক্কো রেকর্ড সৃষ্টি করে।

সূত্র: খালিজ টাইমস

Link copied!