‘বুড়ো’ আলভেজ কেন দলে, ব্যাখ্যা দিলেন তিতে

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২২, ০১:৫৬ এএম

‘বুড়ো’ আলভেজ কেন দলে, ব্যাখ্যা দিলেন তিতে

৭ নভেম্বরেই কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ জনের দলের ঘোষণা এসেছে। এসেছে দুটি চমক। চমকের একটি লিভারপুলের স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোর জায়গা না পাওয়া। অন্যটি মেক্সিকান ক্লাব পুমাসে খেলা ৩৯ বছর বয়সী বুড়ো দানি আলভেসের ডাক পাওয়া।

এবারের বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ জনের দলে ডাক পাওয়া আলভেসের জন্য বিরাট এক সুযোগ। সাধারণত ব্রাজিল তারুণ্য নির্ভর দল গঠন করতে ভালবাসে। যে কারণে বার্সেলোনা ছাড়ার পর দানি আলভেসের মতো অভিজ্ঞ একজন ডিফেন্ডারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। ফর্মেও নেই তিনি। ভুগছেন হাঁটুর ইনজুরিতেও। তবু কেন তিনি দলে? সেই ব্যাখ্যাই দিয়েছেন কোচ তিতে।

16265587612334
একজন সংগঠক, বুদ্ধিদাতা হিসেবে আলভেস দলে যে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয়ে দারুণ কিছু করবে, সেটিই ব্রাজিলকে এগিয়ে রাখবে; এমনটিই বিশ্বাস তিতের। ছবি: মারকা ডট কম 

প্রফেসর খ্যাত ব্রাজিল কোচের মতে, আলভেস তাঁর দলের আর্টিকুলেটর। যিনি ভালো আইডিয়া দিতে পারেন। তিনি দলে থাকলে কৌশলগত দিক থেকে সুবিধা পাবে ব্রাজিল, ‘একজন সংগঠক, বুদ্ধিদাতা হিসেবে সে দলে যে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় যোগ করতে পারে, তা হবে অসাধারণ। সে ৬০-৭০ মিটারের খেলোয়াড় নয় এটা ঠিক, কিন্তু তাঁর অন্য গুনাবলী আছে। যে কারণে মানসিক ও শারীরিক বিষয়ের পাশাপাশি টেকটিকের দিক থেকে সে এগিয়ে।’

আলভেস এক মাস মাঠের বাইরে। তবে ব্রাজিলের টিম ডক্টর ফ্যাবিও আশা করছেন সাবেক বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজি ডিফেন্ডার কাতারের বিমান ধরার আগেই ম্যাচ খেলার মতো ফিটনেস পেয়ে যাবেন, ‘আমরা ওর ইনজুরির বিষয়টি খুব কাছ থেকে খেয়াল রাখছি। বার্সেলোনার চিকিৎসকের থেকে যে ডাটা পেয়েছি সেই অনুযায়ী, সে ফিট হয়ে উঠবে।’

ব্রাজিলের ও অন্যান্য দেশের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, কোচ তিতে দানি আলভেসকে একাদশে নিয়মিত খেলানোর জন্য ডাকেননি। বদলি হিসেবে দু-এক ম্যাচ খেলানো হতে পারে দানিকে। তাঁকে দলে নেওয়া হয়েছে ভিনিসিয়াস, রদ্রিগো, রিচার্লির মতো খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য। যাঁরা এবারই প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে।

সূত্র: গোল ডট কম

Link copied!