টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো ক্যারাবিয়ানরা

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২২, ২০২২, ১২:০৯ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো ক্যারাবিয়ানরা

ছোট দল আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম রাউন্ডের ‘ডু অর ডাই’ ম্যাচে ক্যারাবিয়ানদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যমাত্রা ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে টপকে যায় আইরিশরা। এই জয়ের ফলে সুপার টুয়েলভে নিজেদের জায়গা নিশ্চিত করলো আয়ারল্যান্ড আর ঘরের ফেরার টিকিট কাটা হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। 

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৭ রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি জয়ের ভিত গড়ে দেন। মাত্র ৭ ওভার ৩ বল মোকাবেলা করে ৭৩ রান সংগ্রহ করেন এই দুই উদ্বোধনী ব্যাটার।

২৩ বলে ৩৭ রান করে বালবার্নি বিদায় নিলে আরেক ওপেনার স্টার্লিং ও ওয়ান ডাউনে নামা লোরকান টাকার শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন। পল স্টার্লিং ৪৮ বলে ৬৬ ও লোরকান টাকার ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।  

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের তোপের মুখে পড়েন নিকোলাস পুরানের দল। ব্রেন্ডন কিং একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন।

ডানহাতি এই ব্যাটারের ৪৮ বলে ৬২ রানের হার না মানা ইনিংসের সঙ্গে ওপেনার জনসন চার্লসের ২৪ ও শেষদিকে ওডিন স্মিথের ১২ বলে ১৯ রানে নির্ধারত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৪৬ রান তুলে ক্যারিবীয়রা। 

বোলিংয়ে আইরিশদের পক্ষে জেরার্ড ডেলানি ৩ উইকেট নেন। এছাড়া সিমি সিং ও ব্যারি ম্যাকার্থির শিকার ১টি করে উইকেট।

Link copied!