ডাচদের হারিয়ে বিশ্বকাপে টাইগারদের শুভ সূচনা

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ০৭:৪৬ পিএম

ডাচদের হারিয়ে বিশ্বকাপে টাইগারদের শুভ সূচনা

নেদারল্যান্ডসকে হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভ ওভালে ৯ রানে জয় পায় টাইগাররা। এর আগে,সোমবার স্থানীয় সময় সকাল ১০ টায় সুপার টুয়েলভে নিজেদের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে সাকিব বাহিনী। টসে জয়ী হয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।

৪৩ রানের ওপেনিং জুটির শুভ সূচনা করেছিল বাংলাদেশ।এর পর ওপেনার সৌম্য আউট হলে বাংলাদেশ দলের ছন্দপতন হয়।

২০ রান করতেই ৪ উইকেট হাওয়া। একে একে শান্ত, লিটন ও সাকিব ফিরে গেলে দল বিপদে পড়ে। সাকিবের আউটের পর হাল ধরতে নামেন আফিফ হোসেন ও ইয়াসির আলি রাব্বি।এর পর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল ৫ মিনিটের মতো। এর পর আবারও খেলা শুরু হলেই বোল্ড হয়ে ফিরেছেন ইয়াসির।

১১তম ওভারের শেষ বলেই দুর্দান্ত এক ইয়র্কারে ইয়াসিরের উইকেট ভেঙে দেন পল ফন মেকেরেন।এর পর থেকে দলকে একাই টেনে তুলেছেন অলরাউন্ডার আফিফ।  ১৬তম ওভারে সুইপ করে শারিজ আহমাদকে বাউন্ডারি হাঁকান আফিফ।পরে উইকেট ছেড়ে বেরিয়ে এসে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা উড়িয়ে বাংলাদেশের রান ১০০ পার করে দেন তিনি।

১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০৬ রান।পরে দুই অলরাউন্ডার আফিফ ও মোসাদ্দেকের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে পেরেছে বাংলাদেশ।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।

জয়ের জন্য ১৪৫ রানের টার্গেগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। জয়ের জন্য পুঁজি কম থাকলেও প্রতিপক্ষকে চাপে রাখতে বোলিংয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল টাইগারদের জন্য, পেসার তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম দুই বলেই তুলে নিয়েছেন নেদারল্যান্ডের দুই উইকেট।

ইনিংসের প্রথম বলেই তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী।

এর পরের বলেই বাস ডি লিডকেও উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরান দেশসেরা এই পেসার। এরপর নিয়মিত উইকেট পড়তে থাকে ডাচদের। এক পর্যায়ে ১৩৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর ২০০৭ সাল। এরপর সময়ের হিসাবে ১৫ বছরের বেশি পার হলেও জয়ের দেখা পাচ্ছিলেন না টাইগাররা। অবশেষে সোমবার আবারও টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে জয় পেল সাকিব বাহিনী।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া আরেক পেসার হাসান মাহমুদ ২টি, সাকিব ও সৌম্য নেন ১টি করে উইকেট।

Link copied!