অক্টোবর ১৭, ২০২২, ০২:৩৭ পিএম
প্রথম ওয়ার্মআপ ম্যাচে ব্রিসবেনে সোমবার (১৭ অক্টোবর) দুপুর দুইটায় মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং নিয়ে ৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তানের রান এখন ২৫।
এবারের বিশ্বকাপে মূল পর্বে সরাসরি খেলছে বাংলাদেশ। সুপার টুয়েলভে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচে প্রস্তুতির সুযোগ পাচ্ছে সাকিবরা। গ্রুপ পর্বেও প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়াদের পাবে তারা।
আজকের ম্যাচে আফগানদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্রিসবেনে অনুশীলনে প্রস্তুত হলেও দেখা যাক তার প্রতিফলন কতটুকু দেখাতে পারে বাংলাদেশ দল। ব্যাটিং কোচ জেমি সিডন্স শিষ্যদের ওপর আস্থা রাখলেও আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানটা ভালো নয় বাংলাদেশের। দু'দলের নয় ম্যাচে ছয়টিতে হেরেছে টাইগাররা। জিতেছে তিনটিতে।
বিশ্বকাপ প্রস্তুতিতে আরব আমিরাতকে দুই টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। যদিও ত্রিদেশীয় সিরিজে চারটি ম্যাচেই নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে পরাজিত হয় টাইগাররা।