বড় অঘটনে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২২, ০২:৪২ পিএম

বড় অঘটনে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম রাউন্ডের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারানোর অঘটন ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো নামিবিয়া। নামিবিয়ার দেয়া ১৬৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে গেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা।

কিছুদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। তবে এই টুর্নামেন্টেও প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে তারা।

জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক হারশা ভোগলে ম্যাচ শেষ হওয়ার আগেই টুইট করে নামিবিয়ার এই জয়কে 'আপসেট' আখ্যা দিয়েছেন। হারশা লিখেছেন, 'নামিবিয়া এমনভাবে ফিল্ডিং করছে যেন স্টেডিয়ামের মালিক তারাই।' 

রবিবার অস্ট্রেলিয়ার জিলংয়ে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনই চমক দেখালো নামিবিয়া।

খেলার শুরুতে মনে হচ্ছিল, এশিয়া কাপের চ্যাম্পিয়নরা ঠিকঠাক শুরুই পেতে যাচ্ছে। টস জিতে ফিল্ডিং নিয়ে নামিবিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল লঙ্কানরা। ৩৫ রান করতে গিয়ে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল নামিবিয়া। ৯৩ রানে ৬ উইকেট হারানো থেকে ঘুরে ১৬৩ রানের পুঁজি গড়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত দলটি। 

ক্রিকেট উপস্থাপক ও লেখক ফ্রেডি উইলডি টুইটারে লিখেছেন, "নামিবিয়ার এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা গ্রুপ ২ এ যেতে পারে যেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ আছে। তখন এটা গ্রুপ অফ ডেথ হয়ে যাবে।"

তবে তিনি বলেছেন, "এখনও অনেক কিছু বাকি তবে নিশ্চিতভাবেই এটা একটা বড় ধাক্কা।"

নামিবিয়া ক্রিকেট দলটি গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল প্রথম পর্বে। সেখানে ৯৬ রানে অলআউট হয়ে সাত উইকেটে হেরে গিয়েছিল নামিবিয়া। এবারে হলো পুরো উল্টো।

নামিবিয়া ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সুপার ১২ এ জায়গা করে নিয়েছিল, এবং সেই পর্বেও স্কটল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিল।

নামিবিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ১৪তম দল।

Link copied!