সেমিফাইনালে সবার আগে নাম লেখালো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৪, ২০২২, ১১:৪৯ পিএম

সেমিফাইনালে সবার আগে নাম লেখালো নিউজিল্যান্ড

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল রাউন্ডে পা রাখলো নিউজিল্যান্ড। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড। ২০১৬ সালে সেমিফাইনালে আটকে গেলেও গতবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলেছিল তারা। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচে জিতলেও স্বাগতিকদের ব্যাটিংয়ের পরই নিশ্চিত হয়, নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারবে না অস্ট্রেলিয়া। 

অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ও ২.১১৩ নেট রানরেট কিউইদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে টেবিলের তিনে থাকা অস্ট্রেলিয়ার নেট রানরেট ছিল -০.৩০৪। নিউজিল্যান্ডকে টপকে যেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে জিততে হতো কমপক্ষে ১৮৫ রানে। তারা তুলতে পেরেছে ৮ উইকেটে ১৬৮ রান। ফলে এ ম্যাচে জিতেও বিদায়ঘণ্টা বাজলো অস্ট্রেলিয়ার।

এখন শ্রীলঙ্কার জয়ের বার্তাই সহায় হতে পারে অজিদের। আগামীকাল গ্রুপ ওয়ান-এর শেষ ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে লঙ্কানদের জয়ই এখন অজিদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ দিতে পারে।

Link copied!