আকাশে উড়বে মোটরসাইকেল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ১১:২১ এএম

আকাশে উড়বে মোটরসাইকেল

আর মাত্র বছর দুয়েক পর যদি আপনার সামনে উড়ন্ত মোটরসাইকেল এসে হাজির হয় তাহলে কেমন হবে? নিশ্চয় দারুণ কিছু হবে। বছর কয়েক আগেও এমন উড়ন্ত মোটরসাইকেল বা গাড়ির ভাবনা ছিল নিতান্তই অলীক। কিন্তু মানুষের সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতেই আগামী ২০২৩ সালেই উড়ন্ত মোটর সাইকেলে আনতে যাচ্ছে এক মার্কিন প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক জেটপ্যাক অ্যাভিয়েশন (জেপিএ) ২০২৩ সালেই বাণিজ্যিকভাবে এমনই একটি উড়ন্ত মোটর সাইকেল বাজারে ছাড়তে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পি-১ নামের একটি উড়ন্ত মোটরসাইকেলের প্রোটোটাইপের এক-তৃতীয়াংশের প্রথম ধাপের টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে। ২০২১ সালের মে মাসের মধ্যে তারা এই মডেলের প্রোটোটাইপগুলোর পাঁচ মাসের টেস্ট ফ্লাইট চালিয়েছে। এছাড়া, ২০২২২ সালের শুরুতেই চূড়ান্ত ফ্লাইং টেস্ট চালানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জেট বা বিমানের ইঞ্জিন ব্যবহার করে হেলিকপ্টারের মতো উলম্বভাবে সরাসরি উড়ার সক্ষমতা নিয়ে তৈরি করা এই মোটরবাইকটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান জেপিএ বলছে, ‘এর মাধ্যমে আপনি মোটরসাইকেল চালানোর অনুভূতিই পাবেন কিন্তু সেই মোটরসাইকেল আপনি চালাবেন আকাশে।

১০৫ কেজি ওজনের এই মোটরবাইকটি ঘন্টায় ২৪০ কিলোমিটার বেগে উড়তে পারবে। এছাড়া এই বাইকটি উড়তে পারবে ১৫ হাজার ফিট উচ্চতায়। তবে মোটরসাইকেলটি নামে মোটরসাইকেল হলেও এটি প্রায় একটি প্রাইভেট কারের সমান জায়গা দখল করে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Link copied!