রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। পদের সঙ্গে রাশিয়াও ছেড়েছেন তিনি।
আজ বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
সংশ্লিষ্ট ২টি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস।
তবে তিনি এখন কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ।
ফোর্বস রাশিয়া জানিয়েছে, এ বিষয়ে জানতে তারা ফোনে চুবাইসের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু অবস্থান জানতে চাইলে তিনি কল কেটে দেন। বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কল কেটে দেন চুবাইস।