মার্চ ২৬, ২০২২, ০৮:০৬ পিএম
মার্কিন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে এখন প্রায়শই হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, রুশ বাহিনী যদি ইউক্রেনে জীবাণু অস্ত্র ব্যবহার করে তার সমূচিত জবাব দেওয়া হবে। রাশিয়া এ সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে আসছে বরাবরই। এরই মধ্যে খবর মিলল, ইউক্রেনের জীবাণু অস্ত্র গবেষণাগারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছেলে হান্টার বাইডেন গোপনে অর্থ বিনিয়োগ করেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এ সম্পর্কিত নানা রকম তথ্য-উপাত্তসহ খবরও ছেপেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি তথ্যচিত্র প্রকাশ করেছে যাতে দেখা যায়, অ্যানথ্রাক্স নামক ভাইরাসের জীবাণু ব্যবহার করে বিশেষ বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টা করেছে আমেরিকা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে তথ্য- চিত্র তুলে ধরেছে তাতে দেখা যায়, মার্কিন ডেমোক্রেটিক দল এই প্রচেষ্টার পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সামরিক অভিযান চালানোর সময় তাদের সেনারা এইসব তথ্য খুঁজে পেয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু জীবাণু অস্ত্র গবেষণা কর্মসূচি সঙ্গে আমেরিকার এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট বা এআইডি এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি এই প্রচেষ্টার সাথে জড়িত ছিল। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ওই প্রকল্প পাইয়ে দিতে সার্বিক সহযোগিতা করেছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণা কর্মসূচির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন পরিচালিত রোজমন্ট সেনেকা নামে একটি প্রতিষ্ঠান জড়িত যারা মার্কিন সামরিক বিভাগে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো সারা বিশ্বে পেন্টাগনের যেসব জীবাণু অস্ত্র গবেষণাগার রয়েছে তাতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা।