ইহুদিদের প্রতি সহযোগিতার আহ্বান জেলেনস্কির

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২২, ১২:২৫ এএম

ইহুদিদের প্রতি সহযোগিতার আহ্বান জেলেনস্কির

হিব্রু ভাষায় অনলাইন পোস্ট, ইহুদিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক- রুশ আগ্রাসনের বিরুদ্ধে সমর্থন আদায়ে  নিজের ধর্ম বিশ্বাসকেও ব্যবহার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে ৪৪ বছরের জেলেনস্কি ২০২০ সালে টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ইহুদি বিধান পালনে তিনি সাধারণ। এর ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ‘সোভিয়েত ইউনিয়নের বেশিরভাগ ইহুদি পরিবার ধার্মিক ছিলেন না’। ওই সাক্ষাৎকারে ধর্মকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছিলেন তিনি। এমনকি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গ্রন্থ বাইবেলে হাত রেখেছিলেন।

তবে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর পাল্টে যায় পরিস্থিতি। ইহুদি ধর্মের নানা অনুষঙ্গ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে ইউক্রেনের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাতে শুরু করেন।

গত বুধবার কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে স্থানে নাৎসী গণহত্যার শিকার হয়েছিলেন ৩০ হাজার ইহুদি, সেই স্থানের কাছে ফের হামলা হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন জেলেনস্কি।

এক টেলিগ্রাম পোস্টে হিব্রু ভাষায় ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘সারা পৃথিবীর ইহুদিদের বলছি-এখানে কি ঘটেছে দেখতে পেয়েছেন? এই দৃশ্য দেখে চুপ না থাকা সারা পৃথিবীর লাখ লাখ ইহুদির জন্য গুরুত্বপূর্ণ। কারণ নিরবতাতেই জন্ম নেয় নাৎসীবাদ।’

এর একদিনের মাথায় আবারও ইহুদিদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

Link copied!