পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়া কাটিয়ে উঠতে সক্ষম: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২২, ০১:১৯ এএম

পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়া কাটিয়ে উঠতে সক্ষম: ক্রেমলিন

ইউক্রেনে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কনাডাসহ পশ্চিমা দেশগুলোর আরোপ করা কড়া নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সক্ষম বলে জানিয়েছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।

 

ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, “পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পরিকল্পনা নিয়েছে রাশিয়া।”

বিবৃতিতে পেসকভ বলেন, “রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা কঠিন। কিন্তু ক্ষতি কমিয়ে আনার সম্ভাব্যতাও আমাদের দেশের আছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনেতিক সংকট নিয়ে কাজ করবেন।”  অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান ক্রেমলিনের এই মুখপাত্র।

স্থানীয় সময় রবিবার পশ্চিমাদের অর্থনৈতিক বাজার থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ও অর্থমন্ত্রণালয়সহ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনও বন্ধ করে দিয়েছে  ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।

পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার ফলে  রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সাড়ে ৯ শতাংশ থেকে বেড়ে দ্বিগুণেরও বেশি ২০ শতাংশ হয়ে গেছে। ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলেরও ব্যাপক দরপতন শুরু হয়েছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াসহ  সাধারণ রুশ নাগরিকদের সঞ্চয়েও টান পড়তে পারে বলে মন্তব্য অর্থনৈতিক বিশ্লেষকদের।

Link copied!