ট্রাকের চাকা পিষে দিল দুই স্কুল ছাত্রীর জীবন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০১:১১ পিএম

ট্রাকের চাকা পিষে দিল দুই স্কুল ছাত্রীর জীবন

সড়কে প্রাণ যাওয়া বন্ধ হচ্ছে না থামছে না মৃত্যুর মিছিল। এবার সড়কে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান ওই দুই শিক্ষার্থী।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তালেরহাট এলাকায় মাল বোঝাই ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন। নিহত দুই স্কুলছাত্রীর নাম- সানজিদা ও ফাহমিদা। তারা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আরিফ হোসেন নিজের মেয়ে ও তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়েকে মোটরসাইকেলে লক্ষ্মীপুর থেকে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে তালেরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই দুই ছাত্রী। গুরুতর আহত হন আরিফ হোসেন।

আরিফ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে এলাকাবাসী।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে। সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন এলাকাবাসী। বন্ধ রয়েছে আশপাশের এলাকার যান চলাচল। জানা গেছে,

ইতোমধ্যে ঘটনাস্থল পৌঁছেছেন দায়িত্বে থাকা টহল পুলিশের একটি দল।

Link copied!