নভেম্বর ২৭, ২০২১, ০৯:০৩ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুনের(৩৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আসামি হারুনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (২৬ নভেম্বর) তাকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রসঙ্গত, ২৪ নভেম্বর বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার গোলচত্বরের দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় নাঈম হাসানকে (১৮) ধাক্কা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক। গুরুতর আহত নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই সময় ময়লা আবর্জনা বহনকারী ট্রাকটি মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুন চালাচ্ছিলেন না। তার পরিবর্তে ট্রাকটি চালাচ্ছিলেন রাসেল খান নামে একজন যিনি সিটি করপোরেশনের তালিকাভুক্ত চালক নন। রাসেলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম দেওয়ান বাদী হয়ে মামলা করেন।এছাড়া, বরাদ্দ গাড়ি নিজে না চালিয়ে নিয়মবহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়িচালক (ভারী) মো. হারুন মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।