অলিম্পিক পর্যন্ত ইউক্রেনে হামলা না করার অনুরোধ ছিল চীনের: গোয়েন্দা তথ্য

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০৯:২৫ পিএম

অলিম্পিক পর্যন্ত ইউক্রেনে হামলা না করার অনুরোধ ছিল চীনের: গোয়েন্দা তথ্য

বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন। পশ্চিমের দেশগুলোর গোয়েন্দা তথ্যে এমন আভাস পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যে আভাস পাওয়া গেছে যে বেইজিং অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা না করার বিষয়ে চীনের কর্মকর্তারা গত ফেব্রুয়ারির শুরুতে রুশ কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন।

মার্কিন কর্মকর্তারা এমন গোয়েন্দা তথ্যকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। তবে বিষয়টি ব্যাখ্যার প্রয়োজন আছে বলেও মনে করেন তারা।

কেননা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চীনে গিয়েছিলেন। সেসময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন।

Link copied!