ইউক্রেন থেকে পোল্যান্ড আগতদের দেশে ফেরানোর ব্যবস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৬:১৪ পিএম

ইউক্রেন থেকে পোল্যান্ড আগতদের দেশে ফেরানোর ব্যবস্থা

ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোলান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোলান্ডে অবস্থানরত সকল বাংলাদেশীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস। 

নির্দেশনায় বলা হয় ইউক্রেন থেকে আগত পোল্যান্ডে অবস্থানরত সকল বাংলাদেশীদের নাম,পাসপোর্ট নম্বর,মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানা সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমাম +4915778676376 এই নাম্বারের হোয়াটসঅ্যাপ এক্যাউন্টে অথবা service.warsaw@mofa.gov.bd ইমেইলে অতিসত্বর প্রেরন করতে হবে।  

এছাড়া ইউক্রেনে অবস্হিত প্রবাসী বাংলাদেশীরা বর্তমান পরিস্থিতিতে যে যেখানে আটকা পড়ে আছেন তাদের নাম, মোবাইল নম্বর এবং পূর্ন ঠিকানা +4915778676376 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এক্যাউন্টে অতিসত্বর প্রেরন করারও নির্দেশনা দেয়া হয়। এই পরিস্থিতিতে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন পরিস্থিতি বিবেচনা করে আইসিআরসি আপনাদের সাথে যোগাযোগ পূর্বক আপনাদের উদ্ধার করে সুবিধা জনক বর্ডারে পৌছে দেবে।

Link copied!