অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ১১:৫৮ এএম

অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা

অবশেষে প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাত ১২টার দিকে অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তারা। এ সময় শিক্ষকেরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করান এবং শিক্ষার্থীদের দেওয়া ছয়টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষাসহ ছয়টি দাবিতে অনশনে বসেছিলেন ওই শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রিফাত এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষকদের ওপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। ছয়টি দাবি প্রশাসন মেনে নেওয়ার কথা বলেছে। শিক্ষকেরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। সমস্যা সমাধানে চেষ্টা করেছেন। আমরা আশ্বস্ত হয়ে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি।’

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, গাণিতিক ও পদার্থবিজ্ঞানবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রক্টোরিয়ার টিমের সদস্যেরা।

গত ২ ফেব্রুয়ারি চূড়ান্ত পরীক্ষার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন জাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেন তাঁরা। সবশেষে পরীক্ষার দাবিতে আমরণ অনশনে শুরু করেন শিক্ষার্থীরা।

 

 

Link copied!