এমপি পাপুলের আসন শূন্য ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৫:৪৯ পিএম

এমপি পাপুলের আসন শূন্য ঘোষণা

কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত বাংলাদেশের এমপি শহিদ ইসলাম ওরফে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে তার সংসদ সদস্য পদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘কুয়েতের ফৌজদারী আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্থলনজনিত ফৌজদারী অপরাধে ০৪ (চার) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ হতে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ-সদস্য থাকিবার যোগ্য নয়। এ কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কুয়েতের আদালতে রায় ঘোষণার তারিখ (২৮ জানুয়ারি) থেকে তার আসন (লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী লক্ষ্মীপুর-২ হতে নির্বাচিত সংসদ-সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।’

কুয়েতে মানব ও মুদ্রা পাচারের অভিযোগে শহিদ গ্রেপ্তার হলেও দেশটির বিভিন্ন মহলকে ঘুষ দেওয়ার দায়ে হত মাসে (২৮ জানুয়ারি) তার সাজা হয়।

বাংলাদেশের ইতিহাসে সংসদ সদস্য পদে থাকা অবস্থায় বিদেশের মাটিতে প্রথম ব্যক্তি ফৌজদারি অপরাধে পাপুল সাজা পেলেন। এর আগে গত বছরের ৬ জুন রাতে শহিদ ইসলাম কুয়েতের বাসা থেকে আটক হন। কুয়েতে আটকের সাড়ে ৭ মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় মানবপাচার ও অর্থ পাচারের দায়ে দণ্ডিত হন তিনি।

Link copied!