নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে কাজ করার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দগ্ধ হয়েছেন ছয়জন।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানাটির ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন গুরুতর দগ্ধ হন।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয়।
দগ্ধরা হচ্ছেন- ইলিয়াস (৩৩), ইব্রাহিম (৩২), নিয়ন (২০), মো. জুয়েল (৩৫), গোলাম রাব্বি (৩৫) ও আলমগীর (৩০)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, ইলিয়াসের ৯৮, ইব্রাহিমের ২৮ শতাংশ, নয়নের ৯৫ শতাংশ, জুয়েলের ৯৭ শতাংশ, গোলাম রাব্বি শরীরে ৯৯ শতাংশ এবং আলমগীরের ৯০ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।