পাহাড়ধসে ঝরে গেল ৪ প্রাণ, আহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২২, ০৯:১৭ এএম

পাহাড়ধসে ঝরে গেল ৪ প্রাণ, আহত ৩

ভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ধসে চট্টগ্রাম মহানগরীতে পৃথক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। 

আরও পড়তে পারেন: পাহাড়ধসের আশংকায় বান্দরবানের ৩০ হাজার মানুষ

চারজনের মৃত্যুর বিষয়টি আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর শনিবার সকালে দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

ওয়ালি উদ্দিন আকবর দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবরশাহ থানার ঘোনা এলাকায় পাহাড় ধসের খবর পাই।  তবে আমাদের সেখানে পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।”

এদিকে, ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটনায় লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার গণমাধ্যমকে বলেন, “শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা জানতে পারি। পরে  ফায়ার সার্ভিসেরিএকটি ইউনিট সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এসময় লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Link copied!