নভেম্বর ২৬, ২০২১, ১২:৪৩ পিএম
বাংলাদেশে গত কয়েক বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৬ নভেম্বর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা গত কয়েক বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। সব দেশেই কিছু ব্যত্যয় আছে, এ দুর্বলতাকে সামনে নিয়ে আমরা যাতে আরও ভালো করতে পারি তা আমরাই ঠিক করবো। আমাদের দেশে সহনশীলতা আরও বাড়াতে হবে। এটার একটু অভাব পরিলক্ষিত হয়।“
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। এ নিয়ে দেশে নানা ধরনের কথাবার্তা চললেও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “কে দাওয়াত দিল না দিল, এগুলো সেকেন্ড বিষয়। গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের লোকই শেখাবে।”
আগামী গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ ডাক পাবে কি না তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমেরিকা বিভিন্ন দেশকে কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো সুশাসনের কথা বলে, কখনো সন্ত্রাসবাদের কথা বলে চাপে রাখতে চায়, সেটাই তাদের রাজনীতি। তাই গণতন্ত্র সম্মেলনে ডাক পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই।”
তিনি বলেন, ‘এসব নিয়ে চিন্তা না করে নিজেরা কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন। যদি আমাদের দুর্বলতা থাকে, সেটা আমরা দূর করার চেষ্টা করবো।’
মোমেন বলেন, ‘এ দেশে একসময় গণতন্ত্র ছিল না, এ দেশের লোকই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ভবিষ্যতে এই গণতন্ত্রকে আরও পরিপক্বতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করবো, অন্য কেউ করতে পারবে না।’