বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষকের হাত বিচ্ছিন্ন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২১, ০৬:৩০ পিএম

বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষকের হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে বাস-ট্রাকের পাশাপাশি সংঘর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম হাসান মোহাম্মদ মুর্শেদ (৩৫)। তিনি বাকৃবির পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকার বাসিন্দা। ওই শিক্ষক বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার সময় শিক্ষকের হাত বিচ্ছিন্ন ছিল। তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়।

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাসান মুর্শেদ বাকৃবি থেকে আদিল পরিবহনের বাসে করে শেরপুরে যাচ্ছিলেন। অসাবধানতাবশত তার ডান হাত জানালার বাইরে ছিল। বাসটি ফুলপুরের বাশাটি বাজার এলাকা অতিক্রম করার সময় শেরপুর থেকে ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে হাসান মুর্শেদের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাসটি ফেলে রেখে এর চালক পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসান মুর্শেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই ঢাকার ওই হাসপাতালে তাঁকে নেওয়া হয়। হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে হাসপাতালে পাঠায় পুলিশ।

বাকৃবির প্রক্টর অধ্যাপক মুহাম্মদ মহির উদ্দীন জানান, বৃহস্পতিবার রাতেই ঢাকার ওই হাসপাতালে হাসান মোরশেদের হাতের অস্ত্রোপচার করা হয়েছে।

নকলা থানার ওসি মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক।

Link copied!