বিজয় শোভাযাত্রায় সৃষ্ট ভোগান্তিতে আ. লীগের দুঃখপ্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৩:২১ এএম

বিজয় শোভাযাত্রায় সৃষ্ট ভোগান্তিতে আ. লীগের দুঃখপ্রকাশ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার কারণে ব্যাপক যানজটে ভোগান্তি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে শোভাযাত্রা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হওয়ায় আওয়ামী লীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”

সেই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে চলমান সংগ্রামকে এগিয়ে নিতে অতীতের মতো আওয়ামী লীগের প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখতে দেশের সব জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটের সামনে থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ৩টার পর শুরু হওয়া এই শোভাযাত্রায় যোগ দিতে বেলা ১২টার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হয় আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের সমাগমের কারণে সায়েন্স ল্যাব থেকে মৎস্য ভবন সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যান চলাচলে প্রভাব রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

Link copied!