করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকা দিতে ধনীদেশগুলো রাজি না হওয়ায় বিশ্বে ‘বাংলাদেশ’ বন্ধুহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় দৈনিক যুগান্তর ভবন মিলনায়তনে যুব সংহতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আয়োজক সংগঠনের আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম।
জিএম কাদের বলেন, “পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার ভ্যাকসিন না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমের সামনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে ভ্যাকসিন দিতে রাজি হচ্ছে না। যদি তাই হয় তাহলে, বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’’
বৃহস্পিতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, “টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।”
পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, “পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন।’’
বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে-পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে জি এম কাদের বলেন, ১৯৯৬ সালে পাসপোর্ট ভিত্তিক জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬তম। একই জরিপে বাংলাদেশের অবস্থান নিম্নগামী হতে হতে বর্তমানে ১০৬তম অবস্থানে এসেছে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন “বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মর্যাদা বাড়তে পারে, কিন্তু সাধারণ মানুষের মর্যাদা মোটেই বাড়েনি, বরং কমেছে। তাই এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ দেশের বাইরে গেলে তাকে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে।”