অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য মামলায় সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৫২১

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:২৪ পিএম

অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য মামলায় সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৫২১

ছবি: সংগৃহীত

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মিলে আরও এক হাজার ১৭৮ জনসহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার, ১০ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে।

এছাড়া অপারেশন ডেভিল হান্টে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সারাদিনে এখন পর্যন্ত বিদেশী পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি, গুলি ১১ রাউন্ড, শর্টগান কার্তুজ ৬টি, ছুরি ৩টি, তলোয়ার ৩টি, কুড়াল ১টি, ককটেল ১০টি লাঠি ৮টি, রড ৪টি ও ৪টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শবিবার দিবাগত রাত থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত হয়।  

Link copied!