ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশে যত দিন ‘ডেভিলরা’ থাকবে, তত দিন যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন এক কর্ম অধিবেশন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের পরদিন ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্ত হয়।
আজ জেলা প্রশাসকদের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিসিদের কিছু প্রশ্ন ছিল। আমরা সেগুলোর জবাব দিয়েছি। আমাদের বড় আশা ছিল, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি কমাতে না পারলে উন্নতি হবে না। দুর্নীতি আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা।’
এদিকে দুর্নীতি কমাতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আলোচনা হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তবে পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে কি না, প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কথা হয়নি বলে জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) দেওয়ার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এ ছাড়া পুলিশের মারণাস্ত্র ও ছররা গুলির ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তারা। এসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায়, তা নিয়ে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডিসিরা সীমান্ত এলাকায় বিজিবির সদস্য বাড়ানোর কথা বলেছেন। তারা নৌ পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশে জনবল বাড়াতে বলেছেন। এসব বিষয়ে আলোচনা হয়েছে।