 
						
                            ড. মুহম্মদ ইউনূস
শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন। বুধবার (৭ আগস্ট) ইউনূস সেন্টার থেকে এই তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর দুইটা ১০ মিনিটে দেশে ফিরবেন ড. ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।
সূত্র জানায়, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গেছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে ফিরতে কিছুটা দেরি হচ্ছে তার।
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সমন্বয়কদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ড. ইউনূসকে এই সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে বুধবার রাতেই অন্তর্বর্তীকালীন সরকারে রূপরেখা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, “আজ রাতের মধ্যেই সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।”
এর আগে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে ৩ বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    