মধ্যরাত থেকেই বন্দর নগরী চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আলী আকবর খান।
তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে নগরীর কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে গেছে।
আলী আকবর জানান, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেজন্য চট্টগ্রাম-কক্সবাজার-মোংলা-পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা রয়েছে।