জুন-জুলাইয়ে ভারতের নয়া দিল্লি ও চীনের বেইজিংয়ে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন জয়ের পর তার এই দুই সফরকে দেশের কূটনীতি প্রাঙ্গণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করা এই দুই সফরের লক্ষ্য।
দেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এখন পর্যন্ত নির্ধারিত তারিখ অনুযায়ী প্রধানমন্ত্রী ২১-২২ জুন সরকারি সফর হিসেবে নয়া দিল্লি যাবেন ও ৯-১২ জুলাই বেইজিং সফর করবেন তিনি।”
নতুন সরকার গঠনের পর চলতি বছর ফেব্রুয়ারি জার্মানিতে বহুপক্ষীয় সফরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা।
প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষের পরই সেখানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির জাতীয় নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন। যা ১৯ এপ্রিল-১ জুন পর্যন্ত ৭ ধাপে অনুষ্ঠিত হয়েছে।
ভোটগণনার পর আজ ৪ জুন ফলপ্রকাশ করা হবে।