ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের বিভিন্ন সংস্থা মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে এবার অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকালে রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করেছেন র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের এই অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সংস্থাটির এডিশনাল এসপি সাইফুর রহমান। অভিযান শেষে বিস্তারিত তুলে ধরা হবে বলেও তিনি জানান।
এদিকে, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, দেশব্যাপী হঠাৎ করেই একেক সময় একেক পণ্যের দাম বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বাজারে। এ তালিকায় কখনো মুরগী, কখনো সবজি, কখনো মসলা যুক্ত হচ্ছে। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছে ডিম।
রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ডিমের দামের অস্থিরতা চোখে পড়েছে। খুচরো বাজারে ফার্মের মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে প্রতিটি ডিম ১৫ টাকা দরে। গত সপ্তাহেও যেখানে প্রতিটি ডিম বিক্রি হয়েছে ১২ টাকা দরে। পাইকারি বাজার থেকে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা।
ব্যবসায়ীদের অভিযোগ, ডিম বিক্রয়কারী বড় প্রতিষ্ঠানগুলো তাদের দেওয়া বিক্রয় রশিদে দাম উল্লেখ করে না। ডিম নিতে অস্বীকৃতি জানালে ক্ষেত্রবিশেষে তাদের ডিলারশিপ বাতিল করা হয়।