স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিশ’ বলায় শম্ভুকে ফের শোকজ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:০২ এএম

স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিশ’ বলায় শম্ভুকে ফের শোকজ

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

স্বতন্ত্র প্রার্থীদের ইবলিশ, ইডিয়েট এবং মোনাফেক বলায় ফের বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে শোকজ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরগুনার যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ কারণ দর্শানোর এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, গত বুধবার বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ইবলিশ, ইডিয়েট ও মোনাফিক বলেছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বক্তব্যের বিষয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হলো।

স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে শম্ভুর সেই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সভায় শম্ভু বলেন, যারা বলে উন্নয়ন হয়নি তারা ইডিয়েট, সব মোনাফেকি কথা ইবলিশের কথা। ইবলিশ শব্দটি হলো আল্লাহর কথা আর আমাদের ভাষায় হলো শয়তান। আমি আল্লাহর ভাষায় তাদের ইবলিশ বলব। এই ইবলিশদের বিচার হবে ইনশাআল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয় নায়। ভোট কি চাইলেই দিয়ে দেবে? আমার আমলে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। অনেক রাস্তাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন, পশু হাসপাতাল ও সাব রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয়েছে। গ্রামীণ রাস্তাঘাটের জন্য আমি সাড়ে ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছি। কে বলেছে উন্নয়ন হয়নি, যারা বলেছে উন্নয়ন হয়নি তারা ইবলিশ। 

Link copied!