মার্চ ১, ২০২৪, ০৪:৫২ এএম
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজের অগ্নিকাণ্ডে দ্য রিপোর্টের সদ্য সাবেক ভিডিও এডিটর তুষার হাওলাদার মারা গেছেন।
গতকাল রাতে অগ্নিকাণ্ডের আগে গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেঁস্তোরায় খেতে গিয়েছিলেন তিনি।
তাঁর বাবা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁর সাথে শেষবার কথা বলেন তিনি।
তুষার তাঁর বাবাকে জানান, নতুন অফিস ‘স্টার টেকের’ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খাবারের ব্যবস্থা করতে `কাচ্চি ভাই` রেস্তোরায় গিয়েছিলেন।
তূষার হাওলাদার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক শেষে দ্য রিপোর্টে ভিডিও এডিটর হিসেবে যোগ দেন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভে ভিডিও এডিটর হিসেবে জানুয়ারী ২০২৪ পর্যন্ত কর্মরত ছিলেন।
এ মৃত্যুতে দ্য রিপোর্ট কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: বেইলি রোড অগ্নিকান্ড: দ্য রিপোর্টের সাবেক সাংবাদিক অভিশ্রুতির মৃত্যু (thereport.live)
বেইলি রোডের অগ্নিকাণ্ডে সর্বশেষ খবর খবর পাওয়া পর্যন্ত মোট ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে ১০ জন এবং ঢাকা মেডিকেল হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে: ফায়ার সার্ভিস
জানা যায়, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটি সাত তলা বিশিষ্ট। যার নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। নিচতলায় একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয়। দ্বিতীয় তলা থেকে শুরু করে ওপরের দিকে কাচ্চি ভাই, ক্যাফে ফেমাস সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিলো। ধারণা করা হচ্ছে, নিচতলা থেকেই আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন:‘গ্রিন কোজি কটেজের’ সব তলাতেই ছিল গ্যাস সিলিন্ডার; এমনকি সিঁড়িতেও
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।