অক্সিজেন মাস্ক খুলে শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত ওয়ার্ডবয় গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ১০:৩২ এএম

অক্সিজেন মাস্ক খুলে শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত ওয়ার্ডবয় গ্রেপ্তার

৫০ টাকা কম বকশিস পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় স্কুলছাত্র বিকাশ চন্দ্রের (১৭) মৃত্যুর ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অভিযুক্ত ওয়ার্ডবয় ধলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। আজ সকাল সাড়ে ১১টায় ঢাকায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, শজিমেক হাসপাতালের কর্মচারী বকশিস চেয়েছিলেন ২০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা। এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন সেই কর্মচারী। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৭ বছরের স্কুলছাত্র।

ঘটনার পর অভিযুক্ত কর্মচারী ধলু হাসপাতালের আনসারদের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠে।

জানা যায়, গাইবন্ধার সাঘাটা উপজেলার পুটিমারী এলাকার বিশু চন্দ্র কর্মকারের ছেলে ৮ম শ্রেণির ছাত্র লেখাপড়ার সঙ্গে বিভিন্ন কাজ করে আসছিল। সোমবার রাত ৮ টায় বাইসাইকেল নিয়ে যাওয়ার পথে সাঘাটায় মটরসাইকেলের ধাক্কায় মাথায় গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাত ১০ টার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ার কারণে জরুরি বিভাগ থেকেই তাকে অক্সিজেন দেওয়া শুরু হয়। জরুরি বিভাগ থেকে হাসপাতালের তিন তলায় নিউরো সার্জারি ইউনিটে নেওয়ার জন্য ট্রলি আনা হয়। হাসপাতালের কর্মচারী আসাদুজ্জামান ধুলু ট্রলিতে বিকাশকে ওয়ার্ডে নেওয়ার জন্য ২০০ টাকা চান।

উল্লেখ্য, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের রোগীবহনের ট্রলি বা হুইলচেয়ার ভাড়া নেওয়ার ঘটনা নতুন নয়। হাসপাতালে রোগী এলেই এক শ্রেণির কর্মচারী ট্রলি ও হুইল চেয়ারের ভাড়া বাবদ ২/৩ শ টাকা নেয়। টাকা না দিলে রোগী বহনের জন্য কিছু পাওয়া যায় না। বিষয়টি সবাই জানলেও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

 

Link copied!