নভেম্বর ৬, ২০২১, ০২:১৫ পিএম
দেশে ক্রমশ কমছে তাপমাত্রা। শনিবার (৬ নভেম্বর) সকালে চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এরে আগে, শুক্রবার (০৫ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমলেও ঢাকায় শুক্রবারে (০৫ নভেম্বর) তুলনায় শনিবার (০৬ নভেম্বর) তাপমাত্রা বেড়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি।
সামগ্রিকভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি নিলফামারীর সৈয়দপুরে। এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩১ দশমিক ৫ ডিগ্রি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সামান্য কমা-বাড়ার মধ্য দিয়েই যাবে। তবে মাঝামাঝি থেকে তাপমাত্রা কমার ধারায়ই থাকতে পারে, মূলত ওই সময়েই শীত নামবে।