নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৪

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১২:০৮ পিএম

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁতে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন- বেসরকারি এক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা মো. সজিব (২৭), মামুন মিয়া (৩২), মো. জাকারিয়া (৩৪) ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দা রুবেল হোসেন (৩০)।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব। 

তিনি আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সরকারি বন্ধ থাকায় দগ্ধ চারজন ভাড়া বাড়ির একটি কক্ষে বসে আড্ডা দিচ্ছিলেন। তাদের একজন রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। 

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। 

গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ওই কক্ষে জমা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৪০ শতাংশ, মামুনের ৩০ শতাংশ, রুবেলের ২৮ শতাংশ এবং জাকারিয়ার ২৩ শতাংশ পুড়ে গেছে। 

Link copied!