নুতন জঙ্গি সংগঠনের প্রধানসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৩, ১০:১৫ এএম

নুতন জঙ্গি সংগঠনের প্রধানসহ ৩ জন আটক

প্রতীকী ছবি (সংগৃহীত)

দেশে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) ভোরে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম তাদের আটক করে। তবে আটক অন্য দুই জনের নাম তাৎক্ষণিক জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ তিনজনকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

তিনি জানান, মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক  আরও জানান, গতকাল রবিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় জঙ্গি সদস্যদের উপস্থিতির কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের আটকসহ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ জুন রাজধানীর ডেমরা থেকে নতুন জঙ্গি হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ওরফে স্যার ওরফে আরিফ ওরফে আসলাম ওরফে মেন্ডিং ও তার স্ত্রী নাজনীনকে গ্রেপ্তার কররা হয়।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাদের গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে সিটিটিসি।

Link copied!