শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে ফিরে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে ইসমাইল (১৮) ও সেলিমের ছেলে সাইদুল মিয়া (১৮)।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের ৩০ জন যুবক লেগুনা গাড়ীযোগে গারো পাহাড়ের গজনী অবকাশে পিকনিক করতে যায়। আর সেখান থেকে সন্ধ্যায় এলাকায় ফিরে আসলেও ১৫ জন পিকআপ ভ্যানে করে সাউন্ডবক্স ফেরত দিতে শ্রীবরদী বাজারে যায়। সেখানে সাউন্ডবক্স নামিয়ে ট্রলি দিয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগামী ট্রলি গাড়িটি মামদামারী এলাকায় উল্টে রাস্তার পার্শ্বে পড়ে যায়। এ সময় ট্রলি থেকে লাফ দিয়ে দুই যুবক বাঁচলেও ঘটনাস্থলেই ইসমাইল ও সাইদুল মারা যায়। তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। ঘটনার পর থেকেই ট্রলি চালক একই এলাকার সুজন মিয়া পলাতক রয়েছে।
আহতদের মধ্যে ওই এলাকার সাগর (২২), মামুন (১৮), লোকমান (১৭), আরিফ (১৬), রাশেদ আলী (১৭), হাফিজুর (১৮), সাকিল (২৫) ও জুয়েল (১৪) কে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাকিলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।