আগস্ট ১৯, ২০২২, ০৮:২০ পিএম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। মহিপুর মৎস আড়ত মালিক সমিতির সভাপতি ও মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলু গাজী এসব তথ্য জানিয়েছেন।
ফজলু গাজী গণমাধ্যমের কাছে বলেছেন, শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে যায় দু’টি মাছ ধরার ট্রলার। পরে বিকেলে ঝড়ের কবলে পড়ে আরও তিনটি মাছধরা ট্রলার। এগুলো পায়রা বন্দরের শেষ বয়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে ১৬ জন জেলে ছিলেন। তাঁরা সবাই নিখোঁজ রয়েছেন।
১৬ জেলে নিখোঁজের তথ্য শুনেছেন জানিয়ে কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন সাগরের আন্ধারমানিক পয়েন্টে আছি। সাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযানে নামতে পারছি না।’