বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১০ ক্রু উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২১, ১১:৫৭ এএম

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১০ ক্রু উদ্ধার

বঙ্গোপসাগরের ডুবে যাওয়া এমভি বিউটি অব লোহাগড়া-২ লাইটার জাহাজ থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৯ অক্টোবর) সকালে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মংলা ফেয়ারওয়েব এলাকা থেকে ডুবে যাওয়া এমভি বিউটি অব লোহাগড়া-২ লাইটার জাহাজ থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়। তারা সুস্থ ও নিরাপদে রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছিল। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ওই জাহাজে থাকা ১৩ নাবিক আরেকটি বোটের সহায়তায় তীরে উঠে আসে।

Link copied!