সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল ১১টা থেকে মোবাইল ফোন কোম্পানির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি ব্রডব্যান্ড কোম্পানির ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। নেতাদের অভিযোগ, গণসমাবেশের বক্তব্য প্রচারে বাধা দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট–সেবা বন্ধের নির্দেশ পেয়েছে তারা।
ভুক্তভোগী বিএনপির একজন কর্মী বলেন, রাতে এখানে ইন্টারনেটের গতি কম ছিল। সকালে ইন্টারনেট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি। আমাদের যোগাযোগ এখন বেশির ভাগই সময় হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হয়। কিন্তু ইন্টারনেট না থাকায় তা আর হচ্ছে না।
আজ শনিবার সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ শুরু হবে বেলা ২টায়। তবে সকাল থেকেই মোবাইল ইন্টারনেট–সেবা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
বিএনপির প্রথম বিভাগীয় গণসমাবেশ হয় গত ১২ অক্টোবর, চট্টগ্রামে। এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করেছে দলটি। চট্টগ্রাম ছাড়া পরবর্তী প্রতিটি সমাবেশের সময় মোবাইল ফোন ইন্টারনেট সেবা বন্ধ করতে দেখা গেছে।