জানুয়ারি ১০, ২০২৩, ১০:১২ পিএম
বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারা দেশে বুধবার গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এতে দলের ১২ শীর্ষ নেতা দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০টি শহরের মধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর আছে। এ ছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ গণঅবস্থান কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বেলা তিনটা পর্যন্ত। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান অনুষ্ঠিত হবে।
ঢাকার কর্মসূচির নেতৃত্বে দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সিনিয়র নেতা। অন্য দুজন হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এবং ফরিদপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
এদিকে, বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সন্ত্রাস-জঙ্গীবাদের মদদদাতা, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হস্তারক, অশুভ ও অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজকে সাথে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর শাহবাগ চত্বরে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অবস্থান কর্মসূচির বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এই অবস্থান কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের কালকের (বুধবার) কর্মসূচি। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। কালকেও আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে।’