রাজধানীতে উদ্যোক্তাদের আয়োজনে ‘শীত মেলা’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২৩, ০১:২৩ পিএম

রাজধানীতে উদ্যোক্তাদের আয়োজনে ‘শীত মেলা’

ছবি: বিএইচ বিজনেস ক্লাব

আর কিছুদিন পরেই নামছে শীত। প্রতিবারের মতো শীতের আবহকে সামনে রেখে উদ্যোক্তারা করছেন মেলার আয়োজন। রাজধানীর বনশ্রীতে আগামী ৪ থেকে ৬ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে শীত মেলা। এই তিন দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলাটি।

এই মেলার আয়োজন করছে ব্যবসায়ী উদ্যোক্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘বিএইচ বিজনেস ক্লাব’। রাজধানীর বনশ্রীর সি ব্লকে মেইন রোডে অবস্থিত ব্লু অলিভ রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই মেলার আয়োজন করা হয়েছে।

৩০ জন উদ্যোক্তা দেশি-বিদেশি নানা ধরনের পণ্য এবং পণ্যের স্টল নিয়ে এ মেলায় অংশগ্রহণ করছেন। মেলায় আসলেই পেয়ে যাবেন গ্রুপটির পক্ষ থেকে উপহার।

 

শীতকে সামনে রেখে আয়োজিত হতে যাওয়া এই মেলায় থাকবে বিভিন্ন রকমের ঘরে বানানো খাবার। পাশাপাশি বিদেশি খাবারও পাওয়া যাবে। ফুচকা, বিরিয়ানি, বার্গার, আচার, ড্রাই ফ্রুটস, পিঠা, কেক, চকলেটসহ বিভিন্ন রকমের খাবার নিয়ে মেলায় থাকবেন দেশের উদ্যোক্তারা। এছাড়াও থাকছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, গয়না, পোশাক, এক্সেসরিজও।

যারা বিড়াল পালেন, তারাও মেলায় পেয়ে যাবেন বিড়ালের খাবারসহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র।

মেলায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বেতার-এর উপস্থাপক এবং ব্র্যান্ড পার্টনারশিপ প্রোমোটার সায়মা সুলতানা। সাথে আছেন ব্লগার ও ফ্রিল্যান্সার আয়েশা ইসলাম এশা, কনটেন্ট ক্রিয়েটর ও ব্র্যান্ড প্রমোটার মলি আক্তার এবং লাইভ প্রেজেন্টার সুমাইয়া আহমেদ জেরিন।

ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে ‘দিয়া আহসান ফটোগ্রাফি’।  মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল ২৪, দৈনিক জনপদ নিউজ। মেলায় স্পন্সর করছে দিয়া আহসান ফটোগ্রাফি, নিশি খান এবং ওয়ান প্রিন্ট বাংলাদেশ, কায়নাত ক্রিয়েশনসহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। 

May be a graphic of 1 person and text

এ আয়োজনে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যারা অনলাইন মাধ্যমে ব্যবসা করছেন, তাদের পণ্য বিক্রয় ও পরিচিতি বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। উদ্যোক্তারা একে-অন্যের সাথে পরিচিত হচ্ছেন, সাথে চলছে কেনাবেচা।

অনেক দিন ধরেই ব্যবসায়ীদের নিয়ে কাজ করছে বিএইচ বিজনেস ক্লাব। একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সেখানে নিজের ব্যবসার প্রচারণা ও নিজেকে পরিচিত করার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা।

এর আগেও এফ-কমার্স বিষয় নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করে এই ব্যবসায়িক গ্রুপটি। সেই ওয়ার্কশপে সেরা ব্যবসায়ীদের পুরস্কৃতও করা হয়।

Link copied!