কমেছে এলপি গ্যাসের দাম, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ১১:৪৯ পিএম

কমেছে এলপি গ্যাসের দাম, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। দেশে ভোক্তা পর্যায়ে এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা। এহিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা। বৃহস্পতিবার(২ মার্চ) থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো  হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয়। বিইআরসি’র সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এতে আরও বলা হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।

 

প্রসঙ্গত, সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা করার এক মাস পর ৭৬ টাকা কমানো হলো।

Link copied!