দাম কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ০৪:৫৭ পিএম

দাম কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

গত মাসে বৃদ্ধির পর এই মাসে প্রতি কেজিতে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমলো ১ টাকা ৮৭ পয়সা। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২০০ টাকা লাগবে, যা এতদিন ছিল ১ হাজার ২৩৫ টাকা। হিসাব করলে দেখা যায়, ১২ কেজি এলপিজির দাম কমেছে ৩৫ টাকা। একইভাবে দাম কমেছে অটোগ্যাসেরও।

আজ রোববার অক্টোবরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজিতে দাম বেড়েছিল ১৬ টাকা। 

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমেছে। তাই এবার আমরা এলপিজির দাম কমাতে পেরেছি।

কমিশনের নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হয় না বলে অভিযোগ করা হলে কমিশনের সদস্য মকবুল ই ইলাহী বলেন, লিখিত অভিযোগ না পেলে এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়া সম্ভব নয়। অন্য কোম্পানিগুলোর মতো স্বপ্রণোদিত হয়ে কমিশন অভিযান পরিচালনা করতে পারে না। তিনি বলেন, দাম আরও কমানো যেত যদি ডলার দামটা আর একটু কমত।

অক্টোবর মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ১ পয়সা, যা সেপ্টেম্বর মাসে ছিল ১০২ টাকা ৮৮ পয়সা।

এ দিকে ১২ কেজি এলপিজি অক্টোবর মাসে দাম পড়বে ১ হাজার ২০০ টাকা, যা সেপ্টেম্বর মাসে ছিল ১ হাজার ২৩৫ টাকা।

অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা সেপ্টেম্বর মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। এই হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দাম কমেছে ১ টাকা ৬৩ পয়সা।

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দামও কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম সেপ্টেম্বরে ছিল শূন্য দশমিক ২২ টাকা, অক্টোবরে তা কমে হয়েছে শূন্য দশমিক ২১ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৯০ মার্কিন ডলার এবং ৫৬০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৭০.৫০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। তাই সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন, সচিব খলিলুর রহমান, বিইআরসির সদস্য আ ব ম ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান প্রমুখ।

Link copied!