বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছাত্রদল এই সংহতির কথা জানায়।
‘বুয়েট সংকট ও গণতান্ত্রিক ছাত্র রাজনীতির’ পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। ছাত্রলীগের অপরাজনীতি চর্চায় বিরোধী ছাত্র সংগঠন বা ছাত্র দলের দায় নেই উল্লেখ করে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, ‘আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয় বরং সুস্থ ধারার রাজনীতির পক্ষে।’
তবে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ও বুয়েটে সক্রিয় থাকতে পারছে না উল্লেখ করে তিনি জানান, গত ১৫ বছর যাবত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল ও গেস্ট রুমে সংঘটিত সকল নির্যাতন, সন্ত্রাস এবং চাঁদাবাজীর সাথে তারা কোন ভাবেই সংযুক্ত নয়।
তিনি আরো বলেন, বুয়েট শিক্ষার্থীদের সকল স্লোগান ছাত্রলীগের বিরুদ্ধে। তারা তাদের ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি চর্চা করবে সেটা তাদের সিদ্ধান্ত। তবে শুধু বুয়েটে নয়, বাংলাদেশের কোন ক্যাম্পাসেই এই মুহূর্তে কথা বলার সুযোগ নেই। তিনি জানান, ‘ছাত্রলীগ দানব হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে নূন্যতম মত প্রকাশের স্বাধীনতা নেই।’
বর্তমান অপরাজনীতির বিরুদ্ধে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে মতবাদ গড়ে উঠেছে, সেটির পক্ষ নিয়ে রাকিবুল ইসলাম বলেন, গত এক যুগে ছাত্রলীগ যে অপরাজনীতি উপহার দিয়েছে তার দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়। উভয় দলের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে উঠে।