প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ সভাপতি

‘বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে?’

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৪, ১১:২১ এএম

‘বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে?’

প্রতিবাদ সমাবেশে সাদ্দাম হোসেন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এবার তোপ দেগেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। শ্লেষার্থকভাবে তিনি প্রশ্ন তোলেন, ‘বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে?’

রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রতিবাদ সমাবেশে অনতিবিলম্বে ছাত্র রাজনীতি ফেরানো এবং বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক সিট ফিরিয়ে দেওয়ার বিষয়ে আল্টিমেটাম দেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা আজ শহীদ মিনার থেকে বুয়েট প্রশাসনকে আলটিমেটাম দিচ্ছি, অনতিবিলম্বে ছাত্র রাজনীতি চালু করতে হবে। স্বল্পতম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাব্বির আবাসিক সিটও ফিরিয়ে দিতে হবে।’

সমাবেশে বিএনপির ভারত বিরোধিতার সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আজকে আমাদের অর্থনীতিকে ধ্বংস করছে।’

বিএনপির সঙ্গে বুয়েটের তুলনা করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বিএনপি করছে ইন্ডিয়া আউট, আর বুয়েট ছাত্ররা তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তারা করছে পাকিস্তান ইন।’

ছাত্র রাজনীতির বসন্তের বাতাস অবশ্যই বুয়েটে বইবে এমন আশাও প্রকাশ করেন তিনি। সমাবেশে সাদ্দাম প্রশ্ন তোলেন, ‘কেন ছাত্র রাজনীতি থাকবে না? পৃথিবীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই?- সেই প্রশ্ন আমরা করতে চাই।’

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান
প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

ক্যাম্পাসে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানকার শহীদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। একই সময় ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- ছাত্রলীগ নেতাকর্মীদের এমন স্লোগানে পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল করতে করতে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

Link copied!