২৮ জুলাই নিউইয়র্কে বাংলা বইমেলার ৩১তম আসর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ০৩:১৬ পিএম

২৮ জুলাই নিউইয়র্কে বাংলা বইমেলার ৩১তম আসর

‘বই হোক বিশ্ব বাঙালির মিলন সেতু’ - এই স্লোগান নিয়ে আগামী ২৮ জুলাই থেকে চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলার ৩১তম আসর বসছে জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে। বইমেলার আয়োজন করবে মুক্তধারা ফাউন্ডেশন।

এ উপলক্ষ্যে ঢাকায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে লেখক-প্রকাশক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা সফররত ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ৩০ বছর আগে বিশ্বজিত সাহার হাত ধরে বহির্বিশ্বে বাংলা বইমেলার শুরু হয়। ১৯৯২ সালের আগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বাংলা বইমেলা হয়েছে বলে আমাদের জানা নেই। কবি নূরুল হুদা বলেন, আজ সারা পৃথিবীতে বাঙালি সাহিত্য-সংস্কৃতির যে প্রচলন শুরু হয়েছে তা ধারণ করতে হবে, যার প্রচলিত মাধ্যম হলো বই। আর বই যে শুধু হরফের অক্ষরে হতে হবে তা নয়, বই মানুষের মনেও লেখা হতে পারে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, লেখক আনোয়ারা সৈয়দ হক, বাংলাদেশ রাইটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল হক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আকাশ প্রকাশনীর আলমগীর শিকদার লোটন, লেখক ও সংগঠক আবু সাইদ শাহীন, ছোট কাগজ লোক সম্পাদক অনিকেত শামীম, সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, অনন্যার মনিরুল হক, বাতি ঘরের জাফর আহমেদ রাশেদ, অঙ্কুর প্রকাশনীর মেসবাহউদ্দীন আহমেদ, শ্রাবণ প্রকাশনীর রবীন আহসান, বই ঘরের মাধবচন্দ্র দাস, কাকলী প্রকাশনীর এ কে নাসির আহমেদ সেলিম, ধ্রুবপদ পাবলিশিং-এর আবুল বাসার ফিরোজ, ওয়ার্কার্স পার্টির প্রকাশনা বিভাগের মাহমুদুল হাসান মানিক ও মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা প্রমুখ।

Link copied!