আফগান সরকার গঠনে ইমরান খানের উদ্যোগ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২১, ১২:২০ এএম

আফগান সরকার গঠনে ইমরান খানের উদ্যোগ

আফগানিস্তানে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের সঙ্গে আলোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

মূল পশতু জনগোষ্ঠীর পাশাপাশি নতুন সরকারে যাতে তাজিক, উজবেক এবং হাজারাসহ সকল গোষ্ঠীর অংশগ্রহণ থাকে তা নিশ্চিতে কাজ করবেন তিনি। টুইটারে তিনি এ নিজেই এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘৪০ বছর যুদ্ধ চলার পর নবগঠিত সরকারে অন্যান্য গোষ্ঠীর অংশগ্রহণ থাকলেই কেবল আফগানিস্তানের স্থিতিশীলতা আসবে।’ উল্লেখ্য, তালেবানদের সম্ভাব্য মন্ত্রিসভায় সবাই পশতুন গোষ্ঠীর। একজন তাজিক ও হাজারা থাকলেও তারা তালেবানের সমর্থক। সরকারের কোনো পর্যায়েই কোনো নারীর কথা শোনা যায়নি। গত মাসের ১৫ তারিখে তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয়। মার্কিন বাহিনী চলে যেতে না যেতেই তারা এ দখল প্রতিষ্ঠা করে।

 

সূত্র: বিবিসি।

Link copied!