ঘুর্ণিঝড় আইডা: যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ৮২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:১৭ পিএম

ঘুর্ণিঝড় আইডা: যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ৮২

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডা ও এর প্রভাবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আঘাত হানার এক সপ্তাহের বেশি সময় পর দেশটির লুইসিয়ানা অঙ্গরাজ্যে আরও ১১ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

লুইসিয়ানা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই অঙ্গরাজ্যে নিহত ১১ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়। বাকীরা অসুস্থ অবস্থায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিরিক্ত গরমে মারা গেছেন। লুইসিয়ানায় ঘূর্ণিঝড় আইডার কারণে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচাল বলেছেন: ‘সেদিন (১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে আক্ষরিক অর্থেই আকাশ ভেঙে বৃষ্টি হবে এবং নায়াগ্রা জলপ্রপাতের মতো পানি নিউইয়র্কের রাস্তায় চলে আসবে, আমাদের এমন ধারানাই ছিলো না।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আইডা ২৯ আগস্ট লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল।

Link copied!