জামিন মিললো ইমরান খানের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৩, ০৪:৪৪ পিএম

জামিন মিললো ইমরান খানের

যে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান; সেখান থেকেই তাঁর মিললো জামিন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবার (১২ মে) কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির করা হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানি শেষে তাঁকে দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। এর ফলে গ্রেফতারের মাত্র চারদিনের মাথায় জামিন পেলেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। 

গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে এলে আদালত চত্বর থেকে ৭০ বছর বয়সী এই রাজনীতিককে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো পাকিস্তান।  

এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (১১ মে) ইমরান খানের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন পাকিস্তান সুপ্রিম কোর্ট। এর একদিন পর তাঁকে জামিন দেওয়া হলো। ডনের প্রতিবেদন মতে, বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে পিটিআই প্রধানের জামিন শুনানি হয়। 

Link copied!